আজঃ রবিবার ২৪-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

কর্মী সংকট : শুক্রবার থেকে বন্ধ উত্তরা এক্সপ্রেস

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৮ জুলাই ২০২৩
  • / পঠিত : ৭২ বার

কর্মী সংকট : শুক্রবার থেকে বন্ধ উত্তরা এক্সপ্রেস

রেলওয়ের রানিং স্টাফরা অতিরিক্ত ডিউটি না করায় কর্মী স্বল্পতার কারণে আজ শুক্রবার (২৮ জুলাই) থেকে উত্তরা এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ট্রেনটি রাজশাহী থেকে পার্বতীপুর রুটে চলাচল করতো।

সম্প্রতি পার্বতীপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. কাফিউল ইসলামের স্বাক্ষরিত জরুরি তারবার্তায় এ কথা জানানো হয়।

তারবার্তায় উল্লেখ করা হয়, পার্বতীপুর লোকোসেডের সকল রানিং কর্মচারীরা উপস্থিত হয়ে এক লিখিত পত্রের মাধ্যমে জানান- অর্থ মন্ত্রণালয়ের পূর্ববর্তী আদেশ প্রত্যাহার করা স্বত্বেও আজ পর্যন্ত পশ্চিমাঞ্চলীয় অবসরপ্রাপ্ত রানিং কর্মচারীদের পাওনাদির ব্যবস্থা করা হয়নি। একইসঙ্গে আইবাসের তথ্য হালনাগাদ করা হয়নি। গত ১১ জুন রানিং স্টাফদের অতিরিক্ত মহা-পরিচালকের (অর্থ) দেওয়া স্পষ্টকরণ আদেশের বিরুদ্ধে অর্থ মন্ত্রণালয় থেকে ১৮ জুন এক পত্র দেওয়া হয়েছে। এ অবস্থায় সরকারি কর্মচারীরা বিক্ষুব্ধ ও আতঙ্কিত।


গত ২৩ জুলাই থেকে নিয়মতান্ত্রিক ডিউটি অর্থাৎ অতিরিক্ত ডিউটি, বিশ্রাম ব্যতীত ডিউটি এবং স্বীয় পদ ছাড়া অন্য কোনও ডিউটি পালন করবে না সরকারি কর্মচারীরা। এ অবস্থায় অত্র সেডে ক্রু স্বল্পতার কারণে বিরাজমান পরিস্থিতিতে ট্রেনগুলোর স্বাভাবিক পরিচালনা ব্যাহত হচ্ছে।


এতে আরও বলা হয়, উত্তরা এক্সপ্রেস ট্রেন এক সেট ক্রু দ্বারা পরিচালনা করা হচ্ছিল। বর্তমান পরিস্থিতিতে ওই ট্রেন পরিচালনা করতে দুই সেট ক্রু প্রয়োজন হচ্ছে। ক্রু স্বল্পতার কারণে দুই সেট বুক দেওয়া সম্ভব না হওয়ায় ট্রেনটি আগামী ২৮ জুলাই থেকে চালানো সম্ভব হবে না। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো। বিষয়টি অতীব জরুরি।

প্রসঙ্গত, উত্তরা এক্সপ্রেস পার্বতীপুর থেকে রাজশাহী এবং রাজশাহী থেকে পার্বতীপুর রুটে চলাচল করতো। ট্রেনটি যাত্রাপথে জয়পুরহাট জেলা, বগুড়া জেলা, নওগাঁ জেলা ও নাটোর জেলাকে সংযুক্ত করতো।

ঢাকা থেকে ট্রেন ছাড়তে বিলম্ব, ভোগান্তিতে যাত্রীরা

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা প্রদান নিয়ে জটিলতা তৈরি হওয়ায় অতিরিক্ত কাজ করা বন্ধ করে দিয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা। গত ২৩ জুলাই সকাল থেকে তারা সরকারি নিয়ম মাফিক ডিউটি পালন করে যাচ্ছেন। এতে রেলওয়ের লোকবল সংকট থাকায় খানিকটা বিলম্বে ছাড়ছে ট্রেনগুলো।

সর্বশেষ তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে যেসব ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল সেসব প্রতিটি ট্রেনের ঢাকা স্টেশন ছাড়তে এক থেকে দেড় ঘণ্টা বিলম্ব হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

ট্রেনের যাত্রী নাজমুল হক জানান, সিলেটগামী উপবন এক্সপ্রেসের জন্য সাড়ে ৮টায় বিমানবন্দর স্টেশনে এসেছি। কিন্তু সাড়ে ১০টা পর্যন্ত ট্রেনের দেখা পাইনি। এখানে এসে জেনেছি, সাড়ে ৭টার পর থেকে কোনো ট্রেন বিমানবন্দর স্টেশনে আসেনি। কখন আসবে জানি না।

পরে ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, সাড়ে ৭টার পরে কোন ট্রেন ঢাকা স্টেশন ছাড়েনি। উপবন এক্সপ্রেস ছাড়ল ১১টা ১৫ মিনিটের দিকে। চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ৯টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলে রাত সাড়ে ১১টা পর্যন্ত ছাড়েনি।



ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba