আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

পবিত্র আশুরা উদযাপনে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২৯ জুলাই ২০২৩
  • / পঠিত : ১৯০ বার

পবিত্র আশুরা উদযাপনে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র আশুরা উদযাপনে চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সরকারি ছুটিতে বন্দরটিতে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

শনিবার (২৯ জুলাই) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ আশুরায় বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকার তথ্যটি নিশ্চিত করে বলেন, মহরমের পবিত্র আশুরা উদযাপন উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, পবিত্র আশুরা পালন উপলক্ষ্যে বন্দর সংশ্লিষ্ট ভারত, নেপাল ও ভুটানের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাংলাবান্ধা স্থলবন্দরের একদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এক দিনের জন্য পাথরসহ সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল রোববার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হবে।

বন্দর সংশ্লিষ্টরা জানান, আশুরায় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরে কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, পবিত্র আশুরায় স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনে লোক পারাপার স্বাভাবিক থাকবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba