আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে : তথ্যমন্ত্রী

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ৩০ জুলাই ২০২৩
  • / পঠিত : ১৯৯ বার

বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শুক্রবার সমাবেশের নামে গন্ডগোল করতে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। এজন্য তারা শনিবার আবার আগুন সন্ত্রাসে লিপ্ত হয়েছে। তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে, বাস পুড়িয়েছে, মানুষের সম্পত্তিতে আগুন দিয়েছে।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর কৃ‌ষি‌বিদ ইন‌স্টি‌টিউশন বাংলাদেশ-কেআই‌বি কমপ্লে‌ক্সে ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন আয়ো‌জিত ‘রাই‌জিং ইয়ুথ অ‌্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা ব‌লেন। ফাউন্ডেশনের সভাপতি ড. সীম‌া হামিদ এবং সাধারণ সম্পাদক অন্তু করিম অনুষ্ঠানে বক্তব‌্য রাখেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘এই অপশক্তি দেশের তেল, গ‌্যাস, খ‌নি বিশ্ববে‌নিয়ার হাতে তুল‌ে দি‌তে চায়। ১৯৭১ সালেও স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি অপশক্তি আমাদের মুক্তিকামী মানুষকে হত্যা করেছিল। মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে। আজও যারা দেশের সম্পদ ও ভূমি বিশ্ববেনিয়াদের হাতে তুলে দিতে চায়, মানুষ তা হতে দেবে না, তাদের প্রতিহত করবে।’

হাছান মাহমুদ বলেন, ‘শনিবার বিএনপি যেসব বাস পুড়িয়েছে সেগুলো ব্যক্তি মালিকানাধীন। অনেক কষ্ট করে, অনেক স্বপ্ন নিয়ে যে মানুষ বাস কিনেছে, সেই বাস তারা পুড়িয়ে দিয়েছে। অথচ সেই মানুষগুলোর কোনো অপরাধ ছিল না।’

তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘এভাবে যারা রাজনীতির নামে মানুষ পোড়ায়, মানুষের সহায়-সম্পত্তি, স্বপ্নকে পোড়ায়, তাদের বর্জন করতে হবে, তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এবং একই অপশক্তি যারা দেশের ভূমি ও সম্পদ বিশ্ববে‌নিয়ার হাতে তুল‌ে দিতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর হাতে লড়তে হবে, দেশকে বাঁচাতে হবে।’

তারুণ্যের শ‌ক্তি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার অন্যতম প্রধান হাতিয়ার উল্লেখ করে তথ‌্যমন্ত্রী বলেন, তারুণ্যের শ‌ক্তি দিয়েই আমরা দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বপ্নের উন্নত স্মার্ট বাংলাদেশে রূপায়িত করব।

এর আগে তিনি বি‌ভিন্ন পেশা, ব্যবসা ও উদ্ভাবনী ক‌্যাটাগ‌রিতে সফল তরুণ-তরুণীদের হাতে পুরস্কার তুলে দেন। ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা আরেফিন দিপু ও নির্বাহী পরিচালক শামীমা বিনতে জলিল অনুষ্ঠান পরিচালনা করেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba