আজঃ সোমবার ২৩-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

চোরকে বাঁচাতে গিয়ে গণপিটুনি, আইনজীবীর সহকারীর মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ৩০ জুলাই ২০২৩
  • / পঠিত : ১০৩ বার

চোরকে বাঁচাতে গিয়ে গণপিটুনি, আইনজীবীর সহকারীর মৃত্যু

ডেস্ক: রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের এক নম্বর গেটের সামনে এক চোরকে গণপিটুনি দিচ্ছিল জনতা। এসময় তাকে বাঁচাতে গেলে চোরের সহকারী ভেবে মো. খালেদ শেখ (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করে উত্তেজিত জনতা।

শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

ভুক্তভোগী যুবকের ভাই সজিব জানান, একটি কোম্পানিতে তিনি চাকরি করেন। ভুক্তভোগী খালেদ আজ তার কাছে বেড়াতে আসেন। রাতে বাইরে বের হলে খালেদ দেখতে পান ওই এলাকার লোকজন এক যুবককে চোর সন্দেহে গণপিটুনি দিচ্ছে। খালেদ ওই যুবককে চিনতে পারায় তিনি তাদের মারতে নিষেধ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে খালেদকে চোরের সহকারী ভেবে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদপুর জেলার মধুখালী থানার জাফরাকান্দি গ্রামের আব্দুস সামাদ শেখের সন্তান খালেদ। তিনি রাজধানীর রামপুরা এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba