আজঃ রবিবার ২৪-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যারা মানবাধিকারের কথা ব‌লে তারাই খু‌নি‌দের আশ্রয় দি‌চ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ০২ Aug ২০২৩
  • / পঠিত : ৬৪ বার

যারা মানবাধিকারের কথা ব‌লে তারাই খু‌নি‌দের আশ্রয় দি‌চ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরা‌ষ্ট্র ও কানাডায় অবস্থানরত জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের আত্মস্বীকৃত খু‌নি রা‌শেদ চৌধুরী ও নূর চৌধুরীকে বিভিন্ন অ‌জুহা‌তে ফি‌রি‌য়ে দেওয়া হ‌চ্ছে না ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণে গাছের চারারোপণ কর্মসূচির আয়োজন শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নে এমন মন্তব্য ক‌রেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, বঙ্গবন্ধুর  ৫ মধ্যে তিনজনের অবস্থান জানা নেই। তবে দুই খুনির একজন কানাডায়, আরেকজন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আমরা এ দুই খুনিকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা অব্যাহত রেখেছি। তবে তারা বিভিন্ন অজুহাতে তাদের ফেরত দিচ্ছে না। 
 
তি‌নি ব‌লেন, সব তথ্য দেওয়ার পরেও খুনিদের ফেরত না দেওয়া তাদের জন্য লজ্জার। আর আমাদের জন্য দুঃখজনক।

মন্ত্রী বলেন, আমরা তাদের তথ্য ঠিকই দিয়েছি। কিন্তু তারা এখনও খুনিদের ফেরত দেয়নি। এটা খুবই দুঃখের বিষয়। এটি নিয়ে তারা কখনো কথাও বলে না, খুনিদের আশ্রয় দিয়েছে। যারা মারা গেছে তাদের মাগফিরাত কামনা করি। খুনিগুলো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, ওইসব দেশের সরকারের প্রোটেকশনে।

ড. মো‌মেন অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, যারা মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, তারাই খুনিদের আশ্রয় দিচ্ছে। কানাডা তাদের আদালতের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দিচ্ছে না।

এর আগে ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ ১৬ সদস্যের স্মরণে ১৬টি গাছের চারারোপণ করা হয়।  কর্মসূচিতে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba