আজঃ রবিবার ২৪-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

আগস্টের এলপিজি সিলিন্ডারের দাম ঘোষণা হবে বিকেলে

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ০২ Aug ২০২৩
  • / পঠিত : ১২২ বার

আগস্টের এলপিজি সিলিন্ডারের দাম ঘোষণা হবে বিকেলে

আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হবে বুধবার (২ আগস্ট)। 

এদিন বিকেল সাড়ে ৩টায় নতুন দাম ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কারওয়ান বাজারে কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হবে।


গত জুলাই মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৭৪ টাকা থেকে কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সে সময় দাম কমানো হয় ৭৫ টাকা।

তার আগে জুন মাসেও ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছিল ১৫৯ টাকা।

এদিকে সরকার দাম নির্ধারণ করে দিলেও ক্রেতাদের অভিযোগ, সরকার নির্ধারিত মূল্যে কখনোই এলপিজি কিনতে পারেন না তারা। আর ডিলার ও আমদানি সংশ্লিষ্টদের দাবি, আমদানিতে খরচ বেশি, সরকার-নির্ধারিত মূল্যে বিক্রি করা সম্ভব নয়।  


ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba