আজঃ সোমবার ২৩-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ওমানে যে কারণে বাংলাদেশের নারী এমপি আটক, পরে মুক্ত

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ০৪ Aug ২০২৩
  • / পঠিত : ৯৭ বার

ওমানে যে কারণে বাংলাদেশের নারী এমপি আটক, পরে মুক্ত

ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গিয়ে রাজনৈতিক সভায় যোগ দেয়ার জন্য দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য (চট্টগ্রাম) খাদিজাতুল আনোয়ার (সনি)। তবে পরে অবশ্য বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে ছেড়ে দেয়া হয়েছে তাকে।

জানা যায়, বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিয়ে ওমানের পুলিশের সঙ্গে আলোচনার পর মুচলেকায় ছেড়ে দেয় খাদিজাতুল আনেয়ারকে।

মঙ্গলবার (১ আগস্ট) ওমানে পৌঁছান খাদিজাতুল আনোয়ার। ওইদিন রাতে ওমানের রাজধানী মাসকাটের হাফফা হাউজ হোটেলে রাজনৈতিক সভায় যোগ দিয়েছিলেন তিনি। বুধবার (২ আগস্ট) বিকেলে বিষয়টি বাংলাদেশি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা ও মাসকাটের একাধিক কূটনৈতিক সূত্র।

খাদিজাতুল আনোয়ারের ওমানে আটক ও ছাড়া পাওয়ার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বিষয়টি আমরা জানি না। কোনো সংসদ সদস্য ব্যক্তিবিশেষ যদি যান, সেটা ব্যক্তিগত উদ্যোগে। আমরা কাউকে সরকারিভাবে পাঠাইনি। আপনার কাছ থেকে শুনলাম এটা। আমরা এগুলো জানি না, উই ডোন্ট নো।

খাদিজাতুল আনোয়ার চট্টগ্রামের ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হন। তিনি শপথ নেন ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি।

এদিকে ওমানের কূটনৈতিক ও বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা যায়, দেশটিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সদস্যদের সঙ্গে খাদিজাতুল আনোয়ারের সভাটি স্থানীয় পুলিশি বাধার কারণে শেষ হতে পারেনি। সভাটি অনুমতি না নিয়ে আয়োজন করা হয়েছিল বলে পুলিশ বন্ধ করে দেয় তা। এমনকি সেখান থেকে আটক করা হয় কয়েকজনকে।

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোয় কোনো সভা-সমাবেশ করতে হলে দেশটির নাগরিকদের পুলিশের কাছ থেকে অনুমতি নেয়া বাধ্যতামূলক। আর বিদেশিদের সভা করতে হলে বিষয়টি বিশেষ সতর্কতার সঙ্গে বিবেচনা করা হয়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba