আজঃ রবিবার ২৪-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

টাকা না দেওয়ায় মিথ্যা প্রতিবেদন দিয়েছে পুলিশ, অভিযোগ আ.লীগ নেতার

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ০৬ Aug ২০২৩
  • / পঠিত : ২৭৪ বার

টাকা না দেওয়ায় মিথ্যা প্রতিবেদন দিয়েছে পুলিশ, অভিযোগ আ.লীগ নেতার

টাঙ্গাইলের ভূঞাপুরে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও তার দুই ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মাটিকাটা বাজারের আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন উপজেলার নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জুরান মন্ডল।

আওয়ামী লীগ নেতা জুরান মন্ডল বলেন, কয়েকমাস আগে বালু ব্যবসায়ী মুসলিম উদ্দিন ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বালুর ঘাট দখল করতে গিয়েছিল। এসময় স্থানীয় হিসেবে আমরা সেখানে উপস্থিত থাকায় তারা আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমিসহ দুই ছেলে শুভ ও সুমন গুরুত্বর আহত হলে আমাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এতে আমার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। এই ঘটনায় মুসলিম উদ্দিন, মমিন সরকার, মোন্নাফসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা করার পর প্রতিপক্ষরাও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে।

তিনি আরও বলেন, আমাদের বিরুদ্ধে করা মামলায় থানা পুলিশ আদালতে সঠিক প্রতিবেদন দাখিল করে। কিন্তু পরবর্তীতে বাদীপক্ষ আদালতে নারাজি দিলে তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিবিআই)। পরে পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা আনিস আমাদের কাছে টাকা দাবি করে। টাকা না দেওয়ায় একতরফাভাবে বাদীর পক্ষে প্রতিবেদন দাখিল করে। মুসলিমের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। ওয়ারেন্ট থাকার পরও মুসলিম গত বৃহস্পতিবার মিথ্যা অভিযোগ এনে টাঙ্গাইল প্রেসক্লাবে আমার ও দুই ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে।

আওয়ামী লীগ নেতা বলেন, নিকরাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের পক্ষে নির্বাচন করায় টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন সরকার বিএনপির কিছু নেতাদের দিয়ে মিথ্যা মামলা মামলা করছে। এছাড়া প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে।

এ বিষয়ে মুসলিম উদ্দিন বলেন, আমার বালুর ঘাট দখল করে বালু বিক্রি করেছে তারা। উল্টো তিনি আমাদের বিরুদ্ধে মামলা করেছে। তার অভিযোগগুলো মিথ্যা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba