আজঃ মঙ্গলবার ১০-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

মুন্সীগঞ্জে পিকনিকের ট্রলারডুবি, ৮ মরদেহ উদ্ধার

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ০৬ Aug ২০২৩
  • / পঠিত : ৫৭৫ বার

মুন্সীগঞ্জে পিকনিকের ট্রলারডুবি, ৮ মরদেহ উদ্ধার

ডেস্ক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ইতোমধ্যে নারী ও শিশুসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে ইছামতি নদীর ডহরি তালতলা খালে এ ঘটনা ঘটে।

আউটশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেকান্দার বেপারী জানান, আমি আধঘণ্টা আগে সংবাদ পেয়েছি, দুর্ঘটনাকবলিত স্থানের উদ্দেশে রওনা হয়েছি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি ট্রলারে মোট ৪৬ জন ছিল। সেখানে পৌঁছে বিস্তারিত বলতে পারবো।

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কায়েস আহম্মেদ জানান, শনিবার রাতে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলারডুবির ঘটনায় আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলারটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল।নিখোঁজ রয়েছেন আরও ৫ জন। উদ্ধার অভিযান অব্যাহত আছে।

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুমন দেব বলেন, নিহত ও নিখোঁজের সঠিক সংখ্যা এখনই বলতে পারছি না। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি। সেখান গিয়ে জানাতে পারব।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba