আজঃ সোমবার ২৩-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

৯৯৯ এ ফোন করে সাগরে ডুবে যাওয়া থেকে রক্ষা পেল ১৮ জেলে

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০৭ Aug ২০২৩
  • / পঠিত : ২৪৮ বার

৯৯৯ এ ফোন করে সাগরে ডুবে যাওয়া থেকে রক্ষা পেল ১৮ জেলে

বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে পানিতে ডুবে যাওয়া থেকে ১৮ জেলেকে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে সাহায্য চেয়েছিলেন তারা।

রোববার (৬ আগস্ট) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃত জেলেরা সবাই লক্ষীপুরের কমলনগরের বাসিন্দা।

পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, শনিবার দুপুরে মো.জাকির হোসেন নামে একজন ফোন দিয়ে বলেন, আমি সাগর থেকে বলছি, তলা ফেটে আমাদের মাছ ধরার নৌকা ডুবে যাচ্ছে। আমরা কুতুবদিয়ার কাছাকাছি আছি, দয়া করে আমাদের উদ্ধারের ব্যবস্থা নেন। তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ এবং কুতুবদিয়া কোষ্টগার্ডে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯ এর পক্ষ থেকে জানানো হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূল নিকটবর্তী এলাকা থেকে ডুবন্ত ফিশিং ট্রলার থেকে ১৮ জন জেলেকে উদ্ধার করে কোস্টগার্ডের উদ্ধারকারী দল।

এর আগে গত ৪ আগস্ট চট্টগ্রামের ফিশারিঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা দিয়েছিল ফিশিং ট্রলারটি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba