আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

মরক্কোতে মিনিবাস উল্টে প্রাণ গেল ২৪ যাত্রীর

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০৭ Aug ২০২৩
  • / পঠিত : ২৮৪ বার

মরক্কোতে মিনিবাস উল্টে প্রাণ গেল ২৪ যাত্রীর

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ মরক্কোর মধ্যাঞ্চলীয় আজিলাল প্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের প্রাণহানি ঘটেছে। রোববার সকালের দিকে একটি মিনিবাস উল্টে তাদের প্রাণহানি ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, ডেমনেট শহরের একটি সাপ্তাহিক বাজারে যাত্রীদের বহনকারী মিনিবাসটি উল্টে গেলে তারা নিহত হন। এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম মরক্কোওয়ার্ল্ড নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহতরা স্থানীয় বাজারে যাচ্ছিলেন। মিনিবাসটি  আইত আনানাস এলাকা থেকে পাহাড়ি রাস্তা দিয়ে ডেমনেটের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।

মরক্কোর টেলিভিশন চ্যানেল টুএম বলছে, ভয়াবহ দুর্ঘটনার পর উদ্ধার অভিযান পরিচালনা করতে জরুরি পরিষেবা এবং স্থানীয় কর্তৃপক্ষকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

মরক্কো এবং উত্তর আফ্রিকার অন্যান্য দেশের প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত মার্চে দেশটির প্রত্যন্ত এলাকা ব্রাচৌয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় একটি মিনিবাস গাছের সাথে ধাক্কা খায়। এতে ওই বাসের ১১ আরোহী মারা যান বলে স্থানীয় কর্মকর্তারা সেই সময় জানিয়েছিলেন।

দেশটির অনেক দরিদ্র মানুষ গ্রামাঞ্চলে ভ্রমণের জন্য কোচ ও মিনিবাস ব্যবহার করেন। গত বছরের আগস্টে মরক্কোর অর্থনৈতিক রাজধানী কাসাব্লাঙ্কার পূর্ব দিকে একটি বাস উল্টে ২৩ জন নিহত এবং ৩৬ জন আহত হন।

মরক্কোর জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, দেশটিতে সড়ক দুর্ঘটনায় বছরে গড়ে প্রায় সাড়ে তিন হাজার মানুষের প্রাণহানি ও আহত হন আরও ১২ হাজারের বেশি মানুষ। অর্থাৎ দেশটিতে প্রত্যেক দিন গড়ে প্রায় ১০ জনের প্রাণ যায় সড়ক দুর্ঘটনায়।

গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ২০০ নিহত হয়েছেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba