- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
- শিক্ষা
- স্বাস্থ্য
চাঁদের নতুন ছবি পাঠাল চন্দ্রযান-৩ : প্রকাশ করেছে ভারত
- আপডেটেড: মঙ্গলবার ০৮ Aug ২০২৩
- / পঠিত : ১৯৪ বার
এক মাসও হয়নি চাঁদের উদ্দেশে তৃতীয় অভিযান শুরু করেছে ভারত। এরই মধ্যে চন্দ্রযান-৩ চাঁদের বেশ কাছাকাছি পৌঁছে গেছে। আর এবার এই মহাকাশযানের তোলা চাঁদের প্রথম ছবি প্রকাশ করেছে ভারতের মহাকাশ সংস্থা।
গত শনিবার এই মহাকাশযানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে। সোমবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদের কক্ষপথে ঢোকার পর প্রথমবারের মতো ছবি পাঠিয়েছে ভারতের চন্দ্রযান-৩। রোববার সেই ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টুইট করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
প্রকাশিত এসব ছবিতে মহাকাশযানের কাছাকাছি যাওয়ার সাথে সাথে চন্দ্রপৃষ্ঠের গর্তগুলো বড় থেকে আরও বড় হতে দেখা যাচ্ছে।
বিবিসি বলছে, একটি অরবিটার, ল্যান্ডার এবং একটি রোভারসহ চন্দ্রযান-৩ আগামী ২৩ আগস্ট চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে। সফল হলে ভারতই হবে প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান অবতরণ করাবে। মূলত চাঁদের এই অংশটি এখনও সেভাবে মানুষের সামনে উন্মোচিত হয়নি।
এছাড়া চাঁদে নিরাপদে অবতরণে সক্ষম হলে তা ভারতের জন্য হবে বড় অর্জন। মূলত এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং চীনের পরে চাঁদে নিরাপদে অবতরণকারী চতুর্থ দেশে পরিণত হবে ভারত।
গত ১৪ জুলাই দুপুরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশে তৃতীয় অভিযান শুরু করে ভারত। মহাকাশযানটি প্রায় ১০ দিন পৃথিবী প্রদক্ষিণ করার পরে গত মঙ্গলবার ট্রান্সলুনার কক্ষপথে এটিকে পাঠানো হয় এবং এরপর গত শনিবার চন্দ্রযান-৩ কে সফলভাবে চন্দ্র কক্ষপথে প্রবেশ করানো হয়।
ইন্ডিয়ান স্পেস রিসার্চ এজেন্সি (ইসরো) এক প্রেস রিলিজে বলেছে, তারা চন্দ্রযান-৩ এর ‘স্বাস্থ্য’ পর্যবেক্ষণ করছে এবং এটি ‘স্বাভাবিক’ রয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে, ‘এটি নিয়ে পরপর তৃতীয়বার সফলভাবে চন্দ্র কক্ষপথে মহাকাশযান পাঠাতে সক্ষম হয়েছে ইসরো।’
চন্দ্রযান-৩ এর পাঠানো ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, চারদিকে অন্ধকার। তার মধ্যে ধূসর রঙের গোলক। চন্দ্রপৃষ্ঠের এবড়োথেবড়ো অংশও ধরা পড়েছে ছবিতে। এছাড়া মহাকাশযানের কাছাকাছি যাওয়ার সাথে সাথে চন্দ্রপৃষ্ঠের গর্তগুলোকে বড় থেকে আরও বড় হতে দেখা যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, শনিবার সন্ধ্যায় চন্দ্রযান-৩ চাঁদের কক্ষপথে পৌঁছালেও মূল গন্তব্যে পৌঁছাতে এখনও অনেকটা ‘পথ’ বাকি রয়েছে। চাঁদের মাটি ছোঁয়ার আগে বেশ কয়েকটি কঠিন পরীক্ষাও দিতে হবে চন্দ্রযান-৩-কে।
সংবাদমাধ্যম বলছে, চন্দ্রযান-৩ এর প্রাথমিক গন্তব্য চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দূরে। এরপরই চন্দ্রাভিযানের ‘সবচেয়ে কঠিন পর্ব’ অপেক্ষা করে আছে ইসরোর জন্য। মূলত সেটিই হতে চলেছে সবচেয়ে কঠিন পরীক্ষা। আগামী ২৩ আগস্ট বিকেলে রোভার নিয়ে নিরাপদে অবতরণ করার কথা চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের।
চার বছর আগে ২০১৯ সালে ঠিক এই পর্যায়ে এসে ব্যর্থ হয়েছিল ইসরোর ‘চন্দ্রযান-২’ অভিযান। তবে এবার এই অভিযান যদি সফল হয় তবে ভারতের মহাকাশ গবেষণায় নতুন মাত্রা যোগ হবে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের পরে চতুর্থ দেশ হিসাবে মহাকাশযান সফল ভাবে চাঁদে অবতরণ করানোর তালিকায় নাম লেখাবে ভারত।
উল্লেখ্য, ২০০৮ সালে ভারত মহাকাশে পাঠায় চন্দ্রযান-১। এটি চাঁদকে প্রদক্ষিণ করেছিল। দুই বছর ছিল সেই অভিযানের মেয়াদ। কিন্তু ১০ মাস পর যানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই যানের মধ্যে তাপমাত্রা বেড়ে যাওয়ায় সম্ভবত এই বিপত্তি হয়েছিল।
চাঁদে অভিযানের পরবর্তী প্রকল্পের লক্ষ্য ছিল আরও বড়। চাঁদের মাটি স্পর্শ করবে ল্যান্ডার, টহল দেবে রোভার। ২০১৯ সালে পাঠানো হয় চন্দ্রযান-২। কিন্তু সেসময় চাঁদের মাটিতে মহাকাশযানের অবতরণের শেষ মূহুর্তে ঘটে বিপর্যয়!
২.১ কিলোমিটার উচ্চতায় থাকার সময় যানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে প্রদক্ষিণকারী যানটি এখনও চাঁদের কক্ষে ঘুরপাক খাচ্ছে। তথ্য পাঠাচ্ছে পৃথিবীতে।
আর এবার ত্রুটি শুধরে চন্দ্রযান-৩-এর পরিকল্পনা আরও নিখুঁতভাবে করা হয়েছে বলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে। এছাড়া চাঁদে পৌঁছাতে ৪০ দিনের মতো সময় লাগবে চন্দ্রযান ৩-এর। এর আগে চন্দ্রযান ১-এর সময় লেগেছিল ৭৭ দিন, চন্দ্রযান-২ সময় নিয়েছিল ৪৮ দিন।
অবশ্য যুক্তরাষ্ট্রের প্রথম মনুষ্যবাহী চন্দ্রযান অ্যাপোলো-১১ মাত্র চার দিনেই চাঁদে পৌঁছেছিল।
শেয়ার নিউজ
নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন
-
সর্বশেষ
-
পপুলার