আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ভারি বর্ষণ: চট্টগ্রাম-কক্সবাজার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ০৯ Aug ২০২৩
  • / পঠিত : ৩৪৬ বার

ভারি বর্ষণ: চট্টগ্রাম-কক্সবাজার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী অংশে তীব্র জলাবদ্ধতা ও ঢলের পানির স্রোত বেড়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। তৈরি হয়েছে দীর্ঘ যানজট। এই সুযোগে সড়কে জাল দিয়ে মাছ ধরতে দেখা যায় অনেককে। আজ মঙ্গলবার ভোর থেকেই নতুন করে এই পরিস্থিতি হয়েছে।

জানা যায়, টানা পাঁচদিন ধরে তীব্র বৃষ্টিপাতের কারণে পুরো চট্টগ্রামেই জলাবদ্ধতা তৈরি হয়েছে। জোয়ার ও পাহাড়ি ঢলের কারণে প্লাবিত হয়ে গেছে বিশাল একটি এলাকা। এরমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারি অংশে সোমবার শেষ রাত থেকে জলাবদ্ধতা তৈরি হয়। আজ মঙ্গলবার সকাল থেকে সেখানে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে সেখানে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। 

দোহাজারীর কাঠ ব্যবসায়ী মোহাম্মদ জামাল জানান, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী-চন্দনাইশ অংশ এখন পানিতে টইটম্বুর। মহাসড়কের ওপর দিয়ে প্রবল স্রোতে বয়ে যাচ্ছে পানি। সকাল থেকেই গাড়ি চলাচল বন্ধ।

ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা গাড়িগুলো আটকে আছে। এখন রাস্তায় অনেকে মাছ ধরছেন। আর পানি সরে গেলেও রাস্তাটি আর ভালো থাকবে বলে মনে হচ্ছে না।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যা থেকে চট্টগ্রাম নগরীসহ আশপাশের এলাকায় বৃষ্টিপাত শুরু হয়। শনিবার রাত থেকে শুরু হয় অতি ভারি বর্ষণ। আবহাওয়া অফিস অতি ভারি বর্ষণে জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি ও পাহাড় ধসের সতর্কতা জারি করে। এরমধ্যে চট্টগ্রামে নালায় পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba