আজঃ রবিবার ২০-১০-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ১০ Aug ২০২৩
  • / পঠিত : ২১৩ বার

বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা

ডেস্ক : ‘খুনিদের ঠিকানা, এই বুয়েটে হবে না’, ‘আবরার ফাহাদের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘নো ক্লাস শেয়ারিং উইথ মার্ডারার’, ‘নো ক্যাম্পাস শেয়ারিং উইথ মার্ডারার’ -সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। 

বুধবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিসির অফিসের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। 
মূলত, বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত বহিষ্কৃত শিক্ষার্থী আশিকুল ইসলাম বিটু ক্লাসে ফিরেছেন এবং বুয়েট প্রশাসন দৃশ্যমান ব্যবস্থা নেয়নি এমন অভিযোগে এই কর্মসূচি পালন করছেন তারা। 

যদিও এই অবস্থানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি শিক্ষার্থীদের কেউই। সবশেষ দুপুর ২টায় সাংবাদিকদের আনুষ্ঠানিক বক্তব্য জানানোর কথা থাকলেও কোনো কথা না বলেই শেষ করে দেওয়া হয় কর্মসূচি। 

এরআগে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামি আশিকুল ইসলাম বিটু ক্লাস পরীক্ষায় অংশ নেওয়ার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন। 

এরআগেও বুয়েটের বহিষ্কারাদেশের ওপর উচ্চ আদালতের স্থগিতাদেশ দেওয়ায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ২০২১ সালে অনলাইন ক্লাসে অংশ নিয়েছিল এই আশিকুল। আমরা বুয়েটে ছাত্র রাজনীতির পুনরুত্থান চাই না। হত্যাকারীর সঙ্গে কোনো ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করব না। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba