আজঃ রবিবার ২০-১০-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বিমান ও গালফ এয়ারের মধ্যে কোড-শেয়ার চুক্তি স্বাক্ষরিত

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ১০ Aug ২০২৩
  • / পঠিত : ১০২ বার

বিমান ও গালফ এয়ারের মধ্যে কোড-শেয়ার চুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশ ও উপসাগরীয় অঞ্চলের মধ্যে ভ্রমণকারী যাত্রীদের ভ্রমণ সংযোগ, সুবিধা এবং প্রবেশগম্যথা বাড়াতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও গালফ এয়ার আজ একটি কৌশলগত কোড-শেয়ার চুক্তি স্বাক্ষর করেছে।
কোড-শেয়ার চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানটি আজ ভার্চুয়ালি বিমানের হেড অফিসে উভয় এয়ারলাইন্সের প্রতিনিধিদের সাথে ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত হয়ে এই গুরুত্বপূর্ণ উপলক্ষকে স্মরণীয় করে রাখার জন্য অনুষ্ঠিত হয়েছে।
এই চুক্তির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং গালফ এয়ার তাদের ফ্লাইট নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে, যা তাদের নিজ নিজ যাত্রীদের জন্য বিস্তৃত পরিসরের বিকল্পগুলি অফার করবে।
কোড-শেয়ার চুক্তি ভ্রমণকারীদের যেকোনও এয়ারলাইন দ্বারা পরিচালিত ফ্লাইটগুলি নির্বিঘেœ বুক করতে সক্ষম করবে, যা ভ্রমণ পরিকল্পনায় দক্ষতার সাথে নির্বিঘœ করবে।
প্রাথমিকভাবে এই চুক্তির আওতায় যাত্রীরা ঢাকা থেকে বাহরাইন এবং বাহরাইন থেকে ঢাকা পর্যন্ত উভয় এয়ারলাইন্সের চট্টগ্রাম ও সিলেটের সাথে পরবর্তী সংযোগ নিয়ে যেতে পারবেন।
অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম বলেন, ‘আমরা এই কোড-শেয়ার চুক্তিতে গালফ এয়ারের সাথে এক হতে পেরে আনন্দিত, যা আমাদের গ্রাহকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং বাংলাদেশ ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে বন্ধনকে আরও শক্তিশালী করবে।’
একইভাবে গালফ এয়ারের সিইও ক্যাপ্টেন ওয়ালিদ আল আলাউই বলেন, এই কোড-শেয়ার চুক্তির মাধ্যমে যাত্রীদের গন্তব্যের একটি বর্ধিত নেটওয়ার্ক এবং আরও ভ্রমণের বিকল্পগুলি অফার করার জন্য তার ক্যারিয়ার  উন্মুখ হয়ে রয়েছে। 
বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং গালফ এয়ারের মধ্যে কোড-শেয়ার চুক্তিটি উভয় এয়ারলাইন্সকে বর্ধিত অপারেশনাল দক্ষতা এবং এভিয়েশন শিল্পে দক্ষতা বিনিময়ের মাধ্যমে উপকৃত করবে।
উভয় এয়ারলাইন্স তাদের যাত্রীদের নিরাপত্তা এবং আরামদায়ক ভ্রমণকে অগ্রাধিকার দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের পুরো যাত্রা নির্বিঘœ করতে বন্ধপরিকর।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba