আজঃ রবিবার ২৪-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

সাপে কামড়ানোর পর স্কুলছাত্রীকে ঝাড়ফুঁক, ২ ঘণ্টা পর মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ১৭ Aug ২০২৩
  • / পঠিত : ২০৫ বার

সাপে কামড়ানোর পর স্কুলছাত্রীকে ঝাড়ফুঁক, ২ ঘণ্টা পর মৃত্যু

রাজবাড়ীতে সাপের কামড়ে শেফা খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সাপে কামড়ানোর পর দুই ঘণ্টা তাকে স্থানীয় এক কৃষককে দিয়ে ঝাড়ফুঁক করা হয়। বুধবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শেফা ওই গ্রামের সিরাজুল ইসলাম জমাদারের মেয়ে। সে উদয়পুরের বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়তো। তার বাবা সিরাজুল উদয়পুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।

শেফার চাচা জহিরউদ্দিন জমাদার বলেন, ‘বিকেল ৫টার দিকে শেফা বাড়ির সামনের বাথরুমে যায়। সেখান থেকে বের হয়ে ঘরে ফেরার সময় তাকে সাপে কামড় দেয়। এ সময় পাশের বাজিতপুর গ্রামের কৃষক পান্না মোল্লাকে এনে দুই ঘণ্টা শেফাকে ঝাড়ফুঁক করানো হয়। এতে তার অবস্থা আরও খারাপের দিকে যাওয়ায় সন্ধ্যা ৭টার দিকে তাকে নিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রওয়ানা হয় পরিবারের সদস্যরা। তারা রাত ৮টার দিকে হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক শেফাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, সাপে কামড় দেওয়ার পর স্থানীয় কৃষক পান্না দুই ঘণ্টা মেয়েটিকে ঝাড়ফুঁক করেন। মেয়েটির পরিবারের সদস্যরা ভুল করেছেন। সাপে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে হয়তো মেয়েটা হয়তো বেঁচে যেত। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba