আজঃ মঙ্গলবার ১৭-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

হবিগঞ্জের ২৯ জন রোগী পেলেন সরকারি সহায়তা

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ২২ Aug ২০২৩
  • / পঠিত : ২৭৭ বার

হবিগঞ্জের ২৯ জন রোগী পেলেন সরকারি সহায়তা

: হবিগঞ্জ সদর উপজেলায় ২৯ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসামিয়া রোগীর মধ্যে ১৪ লাখ ৫০ হাজার টাকা সরকারি সহায়তা দেওয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তর সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এই চেক বিতরণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তেঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমএ মোত্তালিব প্রমুখ।

হবিগঞ্জ সদর উপজেলার ২৯ জন অসুস্থ রোগী সহায়তার জন্য আবেদন করেন। পরবর্তীতে সমাজকল্যাণ মন্ত্রণালয় এমপি আবু জাহির এর সুপারিশে এদের ৫০ হাজার করে মোট ১ কোটি ৬০ লাখ টাকার এককালীন চেক দেয় সমাজসেবা অধিদপ্তর।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba