আজঃ মঙ্গলবার ২৪-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

দেশকে দুর্যোগ সহনীয় করতে কার্যক্রম চলমান : ত্রাণ প্রতিমন্ত্রী

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ২২ Aug ২০২৩
  • / পঠিত : ৯৪ বার

দেশকে দুর্যোগ সহনীয় করতে কার্যক্রম চলমান : ত্রাণ প্রতিমন্ত্রী

বাংলাদেশকে দুর্যোগ সহনীয় করতে আরও অধিক সংখ্যক ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

সোমবার (২১ আগস্ট) সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি সাক্ষাৎ করেন। এসময় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ২০৭১ সালের মধ্যে বাংলাদেশকে ভূমিকম্প সহনীয় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। জাপান সরকার ও জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এসময় রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা হয়। বাস্তুচ্যুত এসব মিয়ানমার নাগরিকের বিষয়ে বাংলাদেশ সরকার বিশেষ করে প্রধানমন্ত্রীর মানবীয় পদক্ষেপের প্রশংসা করেন রাষ্ট্রদূত।

কক্সবাজারের ক্যাম্পগুলোতে এসব নাগরিকের খাবার, সুপেয় পানি, চিকিৎসা, শিক্ষা, পয়ঃনিষ্কাশন, আইনশৃঙ্খলা ইত্যাদি বিষয়ে আলোচনা করে রাষ্ট্রদূত সরকারের নেওয়া পদক্ষেপ ও ব্যবস্থাপনার প্রশংসা করেন। রোহিঙ্গা সমস্যাসহ যেকোনো দুর্যোগে জাপান সরকার বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দেন রাষ্ট্রদূত।

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba