আজঃ বুধবার ০৪-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

মোটরসাইকেল দুর্ঘটনায় বান্ধবীসহ ছাত্রলীগ নেতা নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ২২ Aug ২০২৩
  • / পঠিত : ২৮৩ বার

মোটরসাইকেল দুর্ঘটনায় বান্ধবীসহ ছাত্রলীগ নেতা নিহত

ডেস্ক : চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় বান্ধবীসহ মো. ইমরান ইফতি (২৩) নামে সরকারি সিটি কলেজ ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১০টার দিকে লালখানবাজার মুরাদপুর আখতারুজ্জামান ফ্লাইওভারে মুরাদপুরমুখী জিইসি মোড় অংশে পাথরবাহী মিনি ট্রাকের সাথে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত বান্ধবীর নাম নাহিদা সুলতানা (২১)। ইমরান চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি দারোগাহাট শাহেদ পাড়ার ইউনুস মোল্লার ছেলে। অন্যদিকে নাহিদা সুলতানা কক্সবাজার জেলার চকরিয়া থানার গোয়াখালী ১নং ওয়ার্ডের রাসেল চৌধুরীর মেয়ে।

স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত নাহিদা সুলতানা ছাত্রলীগ নেতা ইমরানের বান্ধবী। তারা বাইকার গ্রুপ। বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আশেক জানান, জিইসি মোড় ফ্লাইওভারে দুর্ঘটনায় পড়া দুই তরুণ-তরুণীকে মুমূর্ষু অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খুলশী থানার উপ-পরিদর্শক সঞ্জয় বড়ুয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটলাস্থলে এসেছি। এখানে পাথরভর্তি একটি ট্রাক দাঁড়িয়ে আছে। পাশে একটি বাইক পড়ে থাকা অবস্থায় পেয়েছি। আমরা আসার আগেই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba