আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

পরীক্ষা সংক্রান্ত জটিলতা নিরসনে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থাকবে ছুটির দিনেও

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ২৪ Aug ২০২৩
  • / পঠিত : ১৮৭ বার

পরীক্ষা সংক্রান্ত জটিলতা নিরসনে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থাকবে ছুটির দিনেও

: বন্যা পরিস্থির কারণে আগামী (রবিবার) ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা ও পরীক্ষার্থীদের জরুরি কাজের প্রয়োজনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা, কল শাখা ও হিসাব শাখা আগামী (২৬ আগস্ট) শনিবারও খোলা থাকবে।

বুধবার দুপুরে দেওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব রেজাউল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ আগস্ট (রবিবার) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে শুরু হওয়া এইচএসসি পরীক্ষা-২০২৩ এর পরীক্ষার্থীদের জরুরি কাজের প্রয়োজনে আগামী (২৬ আগস্ট) শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বোর্ডের পরীক্ষা শাখা, কল শাখা ও হিসাব শাখা খোলা থাকবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ বলেন, পরীক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় জটিলতা নিরসনের জন্য আমরা বন্ধের দিনেও শিক্ষাবোর্ডের কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি। যে কোনো প্রতিষ্ঠান বা পরীক্ষার্থী তাদের সমস্যা নিয়ে আসতে পারবে। আমরা তা সমাধান করবো।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba