আজঃ মঙ্গলবার ২৪-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বাংলাদেশকে ব্রিকসে যোগ দেয়ায় সমর্থন দেবে চীন

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৫ Aug ২০২৩
  • / পঠিত : ১০১ বার

বাংলাদেশকে ব্রিকসে যোগ দেয়ায় সমর্থন দেবে চীন

: সবসময় বাংলাদেশের পাশে থাকবে চীন। এর মধ্যে ব্রিকসে যোগ দেয়ায় সমর্থন দেবে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিশ্চিতেও সমর্থন দেবে। বুধবার সন্ধ্যায় জোহানেসবার্গে হোটেল হিলটন স্যান্ডটনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় মিটিংয়ে এ নিশ্চয়তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ১৫তম ব্রিকস সম্মেলনের পাশাপাশি এই বৈঠক হয়। এ খবর দিয়েছে ইউএনবি। এতে বলা হয় বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলায় সহযোগিতার নিশ্চয়তা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারমূলক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর এবং চীন-বাংলাদেশ বাণিজ্যে ভারসাম্যহীনতা হ্রাস করার উদ্যোগ নেয়ার কথাও বলেছেন তিনি। দুই নেতার মধ্যে আলোচনার পর সাংবাদিকদের কাছে এ বিষয়ে ব্রিফ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba