আজঃ সোমবার ২৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে ছাড় নয়, বেয়ারবকের হুঁশিয়ারি

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ১৭ মে ২০২৩
  • / পঠিত : ১৩১ বার

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে ছাড় নয়, বেয়ারবকের হুঁশিয়ারি

ডেস্ক: সিরিয়ার রাষ্ট্রপ্রধান বাশার আল-আসাদকে কোনওভাবেই ক্ষমা করা যায় না। তার প্রতি নরম মনোভাব দেখানোর প্রশ্নই ওঠে না।

সোমবার এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।

তিনি বলেছেন, “আসাদের প্রতি সামান্য হাত বাড়ানোও অন্যায়। কারণ প্রতিদিন তিনি মানবাধিকার লঙ্ঘন করে চলেছেন।”

আপাতত জেদ্দায় আছেন বেয়ারবক। সেখানে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়েছে। প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ জানিয়েছেন, বেয়ারবকের সঙ্গে জাতীয় এবং আন্তর্জাতিক একাধিক বিষয় নিয়ে তার আলোচনা হয়েছে। জেদ্দাতেই ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ বিন মুবারকের সঙ্গে মঙ্গলবার বৈঠক হওয়ার কথা জার্মান পররাষ্ট্রমন্ত্রীর। এরপর ফিরতি পথে তিনি কাতারেও যেতে পারেন।

আগামী শুক্রবার থেকে ২২ দেশের আরব লিগের বৈঠক শুরু হওয়ার কথা। ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর আরব লিগ সিরিয়াকে এই মঞ্চ থেকে বাদ দেয়। সম্প্রতি আসাদকে আবার এই বৈঠকে ডাকা হয়েছে। বেয়ারবকের মতে, আসাদকে ডাকার অর্থ, তার প্রতি নরম মনোভাব দেখানো। গত দুই দশকে আসাদ প্রায় প্রতিদিন মানবাধিকার লঙ্ঘন করেছেন বলে বেয়ারবকের অভিমত। শুধু তা-ই নয়, গৃহযুদ্ধ বন্ধ করার কোনও চেষ্টাই তিনি করেননি বলে জার্মানি মনে করে। সে কারণেই ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা আসাদের বিরুদ্ধে জারি করা নিষেধাজ্ঞা তোলেনি বলে জানান তিনি। জেদ্দায় বসে বেয়ারবকের এই মন্তব্য সমকালীন ভূরাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। সূত্র: ডয়েচে ভেলে

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba