আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

লাদেনকে হত্যার দাবি করা মার্কিন নেভি সিল সদস্য গ্রেপ্তার

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২৮ Aug ২০২৩
  • / পঠিত : ১৩৭ বার

লাদেনকে হত্যার দাবি করা মার্কিন নেভি সিল সদস্য গ্রেপ্তার

: ২০১১ সালে দুর্ধর্ষ এক অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যার দাবি করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নেভি সিলের যে সদস্য, চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেপ্তার হয়েছেন তিনি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং শারীরিক জখমের অভিযোগে দেশটির টেক্সাস অঙ্গরাজ্য থেকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি মুক্তি পান বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস-ফোর্ট ওয়ার্থ এলাকার স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডালাস মর্নিং নিউজের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট বলেছে, নেভি সিলের সদস্য রবার্ট ও’নিলকে বুধবার টেক্সাসের ফ্রিসকো থেকে গ্রেপ্তার করা হয়। পরে ওইদিন সাড়ে ৩ হাজার মার্কিন ডলারের বন্ডের বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হয়।

দেশটির সাবেক এই নেভি সীল সদস্যের বিরুদ্ধে শারীরিক জখম ও প্রকাশ্যে মদ্যপ অবস্থায় জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে। তবে নিউইয়র্ক পোস্ট বলছে, জেল রেকর্ডে দেখা গেছে, রবার্ট ও’নিলের বিরুদ্ধে কেবল হামলার অভিযোগের তালিকা করা হয়েছে।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন সামরিক বাহিনীর গোপন এক অভিযানে মারা যান ৯/১১ হামলার মূলহোতা ওসামা বিন লাদেন। টুইন টাওয়ারে বিমান নিয়ে হামলার অভিযোগে লাদেনের বিরুদ্ধে ওই অভিযানে অংশ নিয়েছিলেন রবার্ট ও’নিল। তার গুলিতেই ওসামা বিন লাদেন নিহত হন বলে দাবি করেন মার্কিন এই নেভি সিল সদস্য। পরে বিশ্ব গণমাধ্যমেও তাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়।

রবার্ট ও’নিল ২০১৭ সালে প্রকাশিত তার স্মৃতিকথা ‘দ্য অপারেটরে’ লাদেনকে হত্যায় দুর্ধর্ষ সেই অভিযানের গল্প তুলে ধরেন। যদিও নেভি সিল সদস্য রবার্ট ও’নিলের এমন দাবি নিশ্চিত অথবা অস্বীকার করেনি যুক্তরাষ্ট্রের সরকার।

এর আগেও মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন রবার্ট ও’নিল। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের মন্টানা এলাকায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আদালতের বিচারক সাবেক এই নেভি সিল সদস্যকে অভিযোগ থেকে খালাস দেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba