আজঃ রবিবার ২৪-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

প্রধান বিচারপতির শেষ কর্মদিবস আজ, দেয়া হচ্ছে বিদায় সংবর্ধনা

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ০১ Sep ২০২৩
  • / পঠিত : ১০৫ বার

প্রধান বিচারপতির শেষ কর্মদিবস আজ, দেয়া হচ্ছে বিদায় সংবর্ধনা

: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আজ বিচারিক জীবনের শেষ কর্মদিবস। আপিল বিভাগের ১ নম্বর এজলাসকক্ষে এটর্নী জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান বিচারপতিকে বিদায় সংবর্ধনা দেয়া হচ্ছে।

আগামী ২৫শে সেপ্টেম্বর তিনি অবসরে যাবেন। তবে, এই সময়ে সুপ্রিম কোর্টের অবকাশ (৩রা সেপ্টেম্বর থেকে ৭ই অক্টোবর) থাকবে। সে হিসেবে আজ ৩১শে আগস্ট তার বিচারিক জীবনের শেষ কর্মদিবস।

২০২১ সালের ৩০শে ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। পরদিন ৩১শে ডিসেম্বর বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে শপথ বাক্য পাঠ করান তৎকালীন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ।

১৯৫৬ সালের ২৬শে সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসায় জন্মগ্রহণ করেন হাসান ফয়েজ সিদ্দিকী। ১৯৮১ সালের আগস্টে তিনি ঢাকা জেলা ও দায়রা আদালতে আইন পেশা শুরু করেন। ১৯৮৩ সালের ৪ঠা সেপ্টেম্বর হাইকোর্টে এবং ১৯৯৯ সালের ২৭শে মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালে তিনি হাইকোর্টে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান। হাসান ফয়েজ সিদ্দিকী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খুলনা সিটি করপোরেশন, কুষ্টিয়া পৌরসভা, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির আইন উপদেষ্টা ছিলেন। ছিলেন বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলও।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba