আজঃ শুক্রবার ২২-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নানির লাশ বাড়িতে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নাতি নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ০২ Sep ২০২৩
  • / পঠিত : ২১৩ বার

নানির লাশ বাড়িতে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নাতি নিহত

ডেস্ক: দিনাজপুর-ঢাকা মহাসড়কের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে লাশবাহী ভ্যানের ধাক্কায় হৃদয় মাহিন আলভি নামে এক যুবক নিহত হয়েছেন। নানি মালেকা বেগমের মরদেহ নিয়ে লাশবাহী ভ্যানে বাড়িতে আনার সময় ঘোড়াঘাটে দুর্ঘটনায় নাতি হৃদয় মাহিন আলভির নিহত হয়। এ ঘটনায় লাশবাহী ফ্রিজারভ্যানের চালক মিঠু মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নুরজাহানপুর মসজিদ সংলগ্ন রাস্তায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

নিহত হৃদয় মাহিন আলভি (২৩) দিনাজপুরের সদর উপজেলার পৌর এলাকার দক্ষিণ বালুবাড়ী এলাকার মোকতাদুর রহমান মেজবাউলের ছেলে।

গুরুতর আহত লাশবাহী ফ্রিজারভ্যানের চালক মিঠু মিয়া বরিশাল জেলার গৌরনদী উপজেলার শরিকল গ্রামের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান আলভির নানি মালেকা বেগম। লাশবাহী ফ্রিজারভ্যানে তার মরদেহ নিয়ে আলভি বাড়ি দিনাজপুরে ফিরছিলেন। ঘোড়াঘাট উপজেলার নুরজাহানপুর মসজিদ সংলগ্ন এলাকায় দিনাজপুরগামী একটি মালবাহি ট্রাক রাস্তার পাশে দাড়ানো অবস্থায় ছিল। অপরদিকে ওই লাশবাহী ফ্রিজারভ্যান ঢাকার হাসপাতাল থেকে মরদেহ নিয়ে দিনাজপুরে যাওয়ার পথে দাড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে লাশবাহী ফ্রিজারভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলভিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী এলাকায় বাদ জুম্মা নানী-নাতির নামাজের জানাযা অনুষ্ঠিত হয় এবং সদরের পাচবাড়ী এলাকার গ্রামের বাড়ীতে পারিবারিক কবরস্থানে তাদের দাফনকার্য সমাধা করা হয় বলে জানা যায়। 

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘোড়াঘাট পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় রাস্তার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দূর্ঘটনার সাথে ট্রাকের লোকজন ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। 

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা.প্রিয়াাঙ্কা কুন্ডু জানান, সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে আলভি নিহত হয়েছেন। অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় হৃদয় মাহিন আলভি নামে একজনের মৃত্যু হয়েছে। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba