আজঃ রবিবার ২৪-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

শেখ হাসিনা-মোদি বৈঠকে থাকছে তিস্তা ইস্যু

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০৪ Sep ২০২৩
  • / পঠিত : ৭২ বার

শেখ হাসিনা-মোদি বৈঠকে থাকছে তিস্তা ইস্যু

: ভারতের নয়াদিল্লিতে আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের সাইডলাইনে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আগামী ১০ সেপ্টেম্বর বৈঠকে বসবেন।

বৈঠকে তিস্তা ইস্যু নিয়ে আলোচনা হবে বলে আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

জাতিসংঘ পানি সম্মেলন উপলক্ষে এদিন আন্তঃমন্ত্রণায়ের বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘দিল্লিতে তিস্তা ইস্যু নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী উত্থাপন করবেন। তবে অন্যান্য ইস্যুও আছে আমাদের। ৫৪টি অভিন্ন নদী ইস্যু আছে, গঙ্গা পানি চুক্তির মেয়াদও সামনে শেষ হবে। এসব বিষয় নিয়ে আমাদের যৌথ নদী কমিশনও আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে রাজনৈতিক উচ্চপর্যায় থেকেও তিস্তা ইস্যু নিয়ে আলোচনা করে এসেছি, আলোচনায় রেখেছি। এবারও আশা করছি প্রধানমন্ত্রী তা করবেন।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানও উপস্থিত ছিলেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba