আজঃ রবিবার ২৪-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যাগিংয়ে জড়িতদের ছাড় না দেয়ার হুঁশিয়ারি ববি উপাচার্যের

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০৪ Sep ২০২৩
  • / পঠিত : ১৭০ বার

যাগিংয়ে জড়িতদের ছাড় না দেয়ার হুঁশিয়ারি ববি উপাচার্যের

: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ক্লাশ শুরু হয়েছে।

রবিবার সকালে প্রতিটি বিভাগের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শ্রেণি কক্ষে বরণ করে নেয়া হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাশ কার্যক্রম পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। তিনি নবাগত শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। 

শুভেচ্ছা বিনিময়কালে উপাচার্য নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কেউ র‌্যাগিংয়ের শিকার হলে বিষয়টি তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।

উপাচার্য আরও বলেন, র‌্যাগিংয়ের বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। 

নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য আরও বলেন, তিনটি বিষয় ‘পরিবার, দেশ এবং বীর মুক্তিযোদ্ধাদের’ প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে। এ বিষয়গুলো সহ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা এবং আদর্শকে মন ও মননে গেঁথে জীবন পরিচালিত করতে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি। 

শুভেচ্ছা বিনিময়কালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৬টি অনুষদের অধীন ২৫টি বিভাগে ১৫২০টি আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করা হয়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba