আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ধামরাইয়ে ওষুধ কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ০৬ Sep ২০২৩
  • / পঠিত : ১৮৬ বার

ধামরাইয়ে ওষুধ কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

: সাভারের ধামরাই উপজেলার ঢুলিভিটা এলাকায় একমি ল্যাবরেটরিজ কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (৬ সেপ্টেম্বর) ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই এলাকায় কারখানার ভেতরে নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাইবান্ধার রিভাইদপুর এলাকার মমিন (৩০) ও মো. সালাম (৪২)। আহতরা হলেন, একই এলাকার মো. মোস্তফা (৩০) ও মো. শরিফুল (২৮)।

পুলিশ জানায়, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কারখানার ভেতরে একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত রড বিদ্যুতায়িত হয়। এতে চারজন গুরুতর আহত হন। পরে উদ্ধার করে তাদের সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত্যু ঘোষণা করেন। এ সময় দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, মঙ্গলবার রাতে সংবাদ পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। অপর দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন তারা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba