আজঃ বুধবার ২৭-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

৪৩ লাখ মামলার নিষ্পত্তি করা চাট্টিখানি কথা নয় : প্রধান বিচারপতি

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ০৭ Sep ২০২৩
  • / পঠিত : ৭৮ বার

৪৩ লাখ মামলার নিষ্পত্তি করা চাট্টিখানি কথা নয় : প্রধান বিচারপতি

: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, অল্প বিচারক দিয়ে ৪৩ লাখ মামলার বিচারকাজ শেষ করা চাট্টিখানি কথা নয়। মামলা নিষ্পত্তির হার ১২৫ শতাংশে উন্নীত করা গেলে কয়েক বছরের মধ্যে মামলাজট কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, মামলার জট কমাতে আইনজীবী ও বিচার প্রার্থীসহ বিচার বিভাগের স্টাফদেরও সহায়তা দরকার। এত কম সংখ্যক বিচারক দিয়ে বিচার কাজ পরিচালনা করতে হচ্ছে, যা বহির্বিশ্বে আর কোথাও এমনটি নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর-২ আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ, জেলা ও দায়রা জজ চাঁদ মো. আবদুল আলিম আল রাজী, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা প্রশাসক হুমায়ুন কবির, অধ্যক্ষ আমানুল্লাহ হাদীসহ অনেকে।

এর আগে প্রধান বিচারপতি সাতক্ষীরা আইনজীবী ভবনে ‘ন্যায়কুঞ্জ’ নামে একটি বিশ্রামাগার উদ্বোধন করেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba