আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নতুন স্নায়যুদ্ধের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করল চীন

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ০৮ Sep ২০২৩
  • / পঠিত : ৯২ বার

নতুন স্নায়যুদ্ধের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করল চীন

ডেস্ক: চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আসিয়ানের বার্ষিক শীর্ষ সম্মেলনে নতুন স্নায়ু যুদ্ধের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় জড়িত দেশগুলোকে নিজেদের মধ্যকার মতভেদ ও দ্বন্দ্ব সঠিকভাবে নিরসন করতে হবে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বুধবার আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন শুরু হয়েছে এবং সেখানে চীনা প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সাম্প্রতিক দিনগুলোতে প্রচণ্ড রকমের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে।

সম্মেলনে চীনা প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে এ অঞ্চলে যে ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব চলছে তাতে পক্ষ নেয়া, যেকোনো সংঘাত এবং নতুন স্নায়ুযুদ্ধের বিরোধিতা করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গতকাল জাকার্তায় তিন দিনব্যাপী আসিয়ানের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে যাতে জাপান ও দক্ষিণ কোরিয়া যোগ দিচ্ছে। এই সম্মেলনে চীনা প্রধানমন্ত্রী বলেন, ভুল ব্যাখ্যা কিংবা বহিঃশক্তির হস্তক্ষেপের কারণে আঞ্চলিক স্বার্থগত দ্বন্দ্ব দেখা দিতে পারে।

চীনের দোরগোড়ায় মার্কিন সমর্থিত জোট গঠনের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে বেইজিং। এছাড়া, তাইওয়ানকে কেন্দ্র করে আমেরিকার অব্যাহত হস্তক্ষেপের কারণে ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে। পাশাপাশি দক্ষিণ চীন সাগরসহ ওই অঞ্চলের বিভিন্ন ঘটনাবলীতে আমেরিকাকে উসকানি সৃষ্টির জন্য চীন অভিযুক্ত করে আসছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba