আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকীতে কিমকে পুতিনের শুভেচ্ছা

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ১০ Sep ২০২৩
  • / পঠিত : ৮২ বার

কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকীতে কিমকে পুতিনের শুভেচ্ছা

: উত্তর কোরিয়ার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির শীর্ষ নেতা কিম জং উনকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি সর্বক্ষেত্রে পিইংইয়ংয়ের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। 

শনিবার ক্রেমলিনের বরাত দিয়ে ফরাসি সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

কিমকে দেওয়া পুতিনের বার্তার উদ্ধৃতি দিয়ে ক্রেমলিন জানিয়েছে, ‘আমি বিশ্বাস করি এবং ধন্যবাদ জানাই, যৌথ প্রচেষ্টার জন্য। আমাদের সম্পর্ক আরও জোরদার করতে হবে। সর্বক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক রাখা উচিত।’

পুতিন আরও বলেন, ‘এটি সম্পূর্ণরূপে আমাদের জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। কোরীয় উপদ্বীপ এবং উত্তর-পূর্ব এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়তা করে।’

উত্তর কোরিয়াকে সার্বভৌম দেশ হিসেবে সর্বপ্রথম সোভিয়েত ইউনিয়ন স্বীকৃতি দিয়েছে জানিয়ে এক নোট বার্তায় পুতিন বলেন, ‘এরপর থেকে আমাদের দু'দেশের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো। বন্ধুত্ব, ভালো প্রতিবেশি এবং পারস্পরিক শ্রদ্ধার নীতির ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে সম্পর্ক।’

ওই নোটে উত্তর কোরিয়ার জনগণের দীর্ঘায়ু ও শান্তি কামনাও করেন পুতিন।

মস্কো ও পিইয়ংইয়ংয়ের সম্পর্ক বেশ পুরোনো। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের শুরু থেকেই মস্কোকে সমর্থন করে আসছে পিয়ংইয়ং। আর চলতি মাসেই মস্কো যাওয়ার কথা রয়েছে কিমের। এই সফরে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। দুদেশের শীর্ষ নেতার বৈঠকে অস্ত্র নিয়ে আলোচনা করা হবে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। সূত্র: হিন্দুস্তান 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba