আজঃ সোমবার ২৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

স্পিকারের সঙ্গে ক্লাইমেট পার্লামেন্ট দ. এশিয়ার ডিরেক্টরের সাক্ষাৎ

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১১ Sep ২০২৩
  • / পঠিত : ৫৮ বার

স্পিকারের সঙ্গে ক্লাইমেট পার্লামেন্ট দ. এশিয়ার ডিরেক্টরের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ক্লাইমেট পার্লামেন্ট দক্ষিণ এশিয়ার ডিরেক্টর ডা. মুকুল শর্মাসহ ইউএসএইড দক্ষিণ এশিয়ার প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় তারা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জাতীয় সংসদ, সংসদীয় স্ট্যান্ডিং কমিটি, সংসদ সদস্য ও ক্লাইমেট পার্লামেন্টের ভূমিকাসহ দক্ষিণ এশিয়ায় ক্লাইমেট পার্লামেন্টের কাজের ধরন নিয়ে আলোচনা করেন।

রোববার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। স্পিকার এসময় রিজিওনাল ক্লাইমেট সামিটে গৃহীত সব সিদ্ধান্তের অনুলিপি জাতীয় সংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ করেন। 

এসময় ক্লাইমেট পার্লামেন্টের পলিসি ডিরেক্টর ডা. সুমেধা বসু, ইউএসএআইডি দক্ষিণ এশিয়ার জ্বালানি বিশেষজ্ঞ মোনালি হাজরা এবং রিসার্চ ট্রায়াংগেল ইন্সটিটিউটের প্রধান রাকেশ গোয়েলসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সদ্যসমাপ্ত ‘রিজিওনাল ক্লাইমেট সামিট ২০২৩’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ক্লাইমেট পার্লামেন্টের বিভিন্ন সামিটে জাতীয় সংসদ সদস্যদের সম্পৃক্ততা বাড়াতে হবে। রিজিওনাল ক্লাইমেট সামিটে যে সকল ধারণা ও মডেল উপস্থাপিত ও আলোচিত হয়েছে তা সত্যিই প্রশংসনীয়। দেশ ও সীমানার ঊর্ধ্বে উঠে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করার মাধ্যমে সামিটে আলোচিত বিভিন্ন মডেল প্রয়োগ করা যেতে পারে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই সমাধান খুঁজে বের করতে হলে ক্লাইমেট পার্লামেন্টকে জাতীয় সংসদ সদস্য, সংসদীয় স্থায়ী কমিটি, মন্ত্রণালয়সহ বিভিন্ন ধরনের স্টেকহোল্ডারদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে।

ক্লাইমেট পার্লামেন্ট দক্ষিণ এশিয়ার ডিরেক্টর ডা. মুকুল শর্মা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই সমাধান খুঁজতে ক্লাইমেট পার্লামেন্ট কাজ করে যাচ্ছে। 

এসময় তিনি জাতীয় সংসদের স্পিকারের তত্ত্বাবধানে সংসদ সদস্যগণের অংশগ্রহণে বৃহৎ পরিসরে ক্লাইমেট সামিট সংঘটিত করার আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba