আজঃ সোমবার ২৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

তৃতীয় স্ত্রীর মামলায় জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২০ Sep ২০২৩
  • / পঠিত : ৫৮ বার

তৃতীয় স্ত্রীর মামলায় জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার

তৃতীয় স্ত্রীর দায়ের করা প্রতারণার মামলায় নোয়াখালীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে রাতেই নোয়াখালীর সুধারাম মডেল থানায় হস্তান্তর করে ডিবি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নোয়াখালী সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল সন্ধ্যায় রাজধানী থেকে আহসান হাবিবকে গ্রেপ্তার করে ডিবি। পরে রাতে ডিবি তাকে আমাদের কাছে হস্তান্তর করে। আজ আহসান হাবিবকে স্থানীয় আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে দুইবার একই মামলায় সমন জারি করলেও আদালতে উপস্থিত হননি তিনি।

তৃতীয় স্ত্রী ডাক্তার সুমনা অভিযোগ করে জানান, আহসান হাবিবের একাধিক বিয়ে থাকলেও সেসব তথ্য গোপন করে প্রতারণামূলক ভাবে তাকে বিয়ে করেন। এমনকি ১৪ মাসের কন্যা সন্তানের স্বীকৃতিও দেন না তিনি। এছাড়াও বিভিন্ন সময় আহসান হাবিব তার বাসায় লোকজন পাঠিয়ে হত্যা ও গুমের হুমকি দিয়েছেন।

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba