আজঃ সোমবার ২৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

আইনে পরিণত হলো ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২০ Sep ২০২৩
  • / পঠিত : ৫৭ বার

আইনে পরিণত হলো ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’

রাষ্ট্রপতির সম্মতিক্রমে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩’ আইনে পরিণত হয়েছে। এর আগে, গত ১২ সেপ্টেম্বর জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়েছে। একইসঙ্গে গত ১৮ সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে তা সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে আরও জানানো হয়েছে, ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩’-এর বাস্তবসম্মত, কার্যকর ও সহজ প্রয়োগের জন্য বিধিমালা তৈরির উদ্যোগ গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়।

প্রসঙ্গত, একটি আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর করতে সেই আইনের আলোকে বিধিমালা প্রণয়ন করা হয়। কারণ আইনের বাস্তবায়ন, বাস্তবসম্মত ব্যাখ্যাদানের জন্য এবং আইন অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিধিমালা অনুসরণ করা প্রয়োজন। আইনে সব কিছুর ব্যাখ্যা ও প্রণয়ন পদ্ধতির বিষয়ে বিস্তারিত উল্লেখ থাকে না।

উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর একইসঙ্গে ভূমি সংস্কার আইন-২০২৩ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন-২০২৩ আইন গেজেটের মাধ্যমে সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba