আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

গাজীপুরে পুলিশকে আহত করে হাতকড়াসহ পালিয়ে গেল আসামি

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২০ Sep ২০২৩
  • / পঠিত : ১৬০ বার

গাজীপুরে পুলিশকে আহত করে হাতকড়াসহ পালিয়ে গেল আসামি

গাজীপুরের কালীগঞ্জে দুই পুলিশ সদস্যকে আহত করে হাতকড়াসহ পালিয়ে গেছেন এক আসামি। ওই আসামির নাম আমান আলী। 

গতকাল পৌরসভার উত্তরগাঁও এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আসামিন আলী কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তরগাঁও এলাকার মানিকের ছেলে। সে মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) শাখাওয়াত হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পুলিশ সদস্য আমান আলীকে আটক করতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে। সে সময় আমান আলী পুলিশ সদস্যদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে দুই পুলিশ সদস্য কিছুটা আহত হলেও আমান আলীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তাকে হাতকড়া পড়ানো হলেও এক পর্যায়ে হাতকড়া নিয়েই পালিয়ে যান আমান আলী।

আহত পুলিশ সদস্য উপপরিদর্শক (এসআই) আব্দুল আলীম বলেন, কালীগঞ্জ থানার একটি দস্যুতা মামলার দুই নম্বর আসামি আমান আলী। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করতে গেলে সে আমাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হাতকড়াসহ পালিয়ে গেছে। ঘটনার পর আমরা হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আমান আলীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার মো. শফিউল আলম জানান, আসামি গ্রেফতার করতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) শহিদুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার সময় আহত অবস্থায় দুই পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সময় তারা দু’জন জানিয়েছেন আসামি গ্রেপ্তার করতে যাওয়ার পর তাদের ওপর হামলা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba