আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

হিমাগার ও আড়তে অভিযান, ৫ ব্যবসায়ীকে জরিমানা

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২৩ Sep ২০২৩
  • / পঠিত : ২১৭ বার

হিমাগার ও আড়তে অভিযান, ৫ ব্যবসায়ীকে জরিমানা

: মানিকগঞ্জে হিমাগার ও পাইকারি আড়তে যৌথ অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সদর উপজেলার জাগীর ও ভাটবাউর পাইকারি আড়ত ও পৌর এলাকার হিজুলিতে অভিযান পরিচালনা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, হিমাগার থেকে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রয় হচ্ছে কি না তা জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত মনিটরিং করবে। 

রুমেল জানান, সদর উপজেলার ভাটবাউ বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান, মো. শাহিন ও লাল চানকে দুই হাজার টাকা করে এবং জাগীর আড়তের ব্যবসায়ী আতিকুর রহমানসহ দুইজনকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। 

জেলা প্রশাসক রেহেনা আকতার আম্বালা হিমাগারে অভিযান চালিয়েছেন। হিমাগারে থাকা ২১ হাজার ৮৪০ কেজি আলু ২৭ টাকা করে বিক্রির নির্দেশনা দিয়েছেন তিনি। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপস্থিত ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করতে ও মূল্য তালিকা প্রদর্শনসহ ক্রয়-বিক্রয় রশিদ যথাযথ সংরক্ষণ করতে আদেশ দিয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba