আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

অনলাইনে জুয়া প্ল্যাটফর্ম পরিচালনায় গ্রেফতার ৪

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২৫ Sep ২০২৩
  • / পঠিত : ১৯৮ বার

অনলাইনে জুয়া প্ল্যাটফর্ম পরিচালনায় গ্রেফতার ৪

: অনলাইন জুয়া প্ল্যাটফর্ম পরিচালনা ও অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে প্রতরণাকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শনিবার (২৩সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলেন অশোক কুমার ঘোষ (৩৬), শফিকুল ইসলাম (৩৫), অনি কুমার রজক (৩৪) ও আব্দুস সালাম মোল্লা লিটন (৩৪)।

এটিইউ'র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ওয়াহিদা পারভীন জানান, গ্রেপ্তারকৃত চারজন ও তাদের সহযোগীরা বেট৩৬৫, বেটবাজ, ফেয়ার এক্সেঞ্জ৯, ড্রিমজ৪৪৪.কম, স্কাইফেয়ার২৪৭ সহ আরো কিছু সাইট ব্যবহার করে জুয়া খেলায় প্রলুব্ধ করতেন।

তারা মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস ও ব্যাংক অ্যাকাউন্টে ই-ট্রানজেকশনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। গ্রেপ্তার আব্দুস সালাম মোল্লা লিটন জুয়া পরিচালনায় সুপার এজেন্ট হিসেবে বিভিন্ন অ্যাপের আইডি এবং ডলার প্রদান করে প্রতিমাসে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে জানিয়ে ওয়াহিদা পারভীন বলেন, গত একমাসে এই চক্রটি অর্ধ কোটিরও বেশি টাকার অবৈধ ই-ট্রানজেকশন করেছে বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba