আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

দিনাজপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড শতাধিক বাড়িঘর

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২৫ Sep ২০২৩
  • / পঠিত : ১৫২ বার

দিনাজপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড শতাধিক বাড়িঘর

ডেস্ক: দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ ও হাকিমপুরের বিভিন্ন এলাকায় হঠাৎ ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে শতাধিক বাড়িঘর। উড়ে গেছে টিনের ছাউনি এবং ভেঙ্গে গেছে বেশকিছু গাছপালা। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে প্রবল বৃষ্টির মধ্যে ঘূর্ণিঝড় শুরু হলে এ ক্ষতির ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত এলাকাগুলো মধ্যে বিরামপুর উপজেলার দিওড় এলাকার বাঁশবাড়িয়া আশ্রয়ণসহ ২৮টি, নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ও গোলাবগঞ্জ এলাকার শতাধিক এবং হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বাঁশবাড়ি এলাকায় আশ্রয়ণের ঘরে থাকা মমতা বেগম বলেন, এলাকায় কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে ঘরের মধ্যে বসে আছি। হঠাৎ করে প্রবল বেগে ঝড় শুরু হয়। ঝড়ে আমার ঘরের টিন উড়ে যায়। বারান্দার টিনগুলো উড়ে পাশের ঘরের ওপর গিয়ে পড়ে।

সাইদুল নামের আরেক জন জানান, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। পরিবারের কয়েকজন নিয়ে ঘরের ভিতরে অবস্থান করছিলাম। হঠাৎ করে বাইরে ঝড় শুরু হয়। কিছুক্ষণ পর কিছু বুঝে ওঠার আগেই আমার ঘরের চালাগুলো উড়ে যায়।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম বলেন, দুপুরে বৃষ্টির মধ্যে বিরামপুর উপজেলার আশ্রয়ণের চারটিসহ বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও গাছ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন করে শুকনো খাবার, টিন ও নগদ অর্থ দেয়ার ঘোষণা করা হয়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, গত ২৪ ঘণ্টায় ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও রোববার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। আগামী দুদিন এ ধারা অব্যাহত থাকবে l

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba