আজঃ সোমবার ২৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বনানীতে ডিএনসিসির অভিযান, ২শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ২৬ Sep ২০২৩
  • / পঠিত : ৬০ বার

বনানীতে ডিএনসিসির অভিযান, ২শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের আওতাধীন বনানী এলাকায় রাস্তা ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ডিএনসিসি।

সোমবার (২৫সেপ্টেম্বর) দুপুরে ডিএনসিসির অভিযানে বনানী ১৭, ১৭/এ, ১৮, ১৯, ১৯/এ, ও ২৫ নম্বর রোডে ও দুই পাশের ফুটপাত দখল করে রাখা দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করে প্রায় দুই কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। এ সময় ডিএনসিসির ফুটপাত অবৈধ ভাবে দখল করায় ৫টি মামলায় মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ।

এ সময় মো. জুলকার নায়ন বলেন, ‘সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এবং শৃঙ্খলা নিশ্চিত করতে রাস্তা ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।’

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba