আজঃ শুক্রবার ২০-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চালাচ্ছেন অটোরিকশা!

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ২৬ Sep ২০২৩
  • / পঠিত : ৬৯ বার

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চালাচ্ছেন অটোরিকশা!

: 'কোনো চাকরিই লজ্জার নয় '। জনগণকে এই বার্তা দিতে বাহাউদ্দিন জাকারিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনসুর আকবর কুন্দি অবসর নেওয়ার কয়েকদিন আগে ‘অটোরিকশা চালক হয়েছেন’। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া একটি ছোট ভিডিও ক্লিপে দেখা গেছে বিশিষ্ট সাহিত্যিক কুন্দি একটি রাস্তায় অটোরিকশা চালাচ্ছেন। চলতি মাসে বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেবেন কুন্দি। বিশ্ববিদ্যালয় তার কর্মচারীদের পেনশন দেয় না। নগদ অর্থ সংকটে থাকা দেশের অর্থনৈতিক অবস্থার অবনতির পরিপ্রেক্ষিতে ভিসি বলেন, তিনি জনগণকে একটি বার্তা দিতে চেয়েছিলেন যে সংসার খরচ চালাতে অটোরিকশা চালানোয় কোনো দ্বিধা বা লজ্জাবোধ থাকা উচিত নয়।

এখানে উল্লেখ করা প্রাসঙ্গিক যে, মনসুর আকবর কুন্দি গোমল বিশ্ববিদ্যালয়সহ দুটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। এ ছাড়াও তিনি উচ্চ শিক্ষা কমিশনের (এইচইসি) নির্বাহী বোর্ডের সদস্য ছিলেন। কুন্দি বেলুচিস্তান বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে অবসর নেন। সূত্র : জিও টিভি

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba