আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে বিএনপি জামায়াতের ৩৯ নেতাকর্মীর নামে মামলা, আটক ৯

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২৭ Sep ২০২৩
  • / পঠিত : ১৭২ বার

যশোরে বিএনপি জামায়াতের ৩৯ নেতাকর্মীর নামে মামলা, আটক ৯

নাশকতার মূলক কর্মকান্ডের অভিযোগে যশোরে বিএনপি জামায়াতের
৩৯ নেতাকর্মীর নামে কোতয়ালি মামলা হয়েছে। যশোর কোতয়ালি


থানার দারোগা এস আই সাইদুর রহমান মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এ মামলা


করেন। এদের মধ্যে ৯ জনকে পুলিশ আটক করে। আটককৃতরা হলো মামলার
যশোর সদরের মুনসেফপুর গ্রামের আবু জেহের আলীর ছেলে জামায়াত
নেতা মাওলানা আশরাফ আলী (৫৬) তাল বাড়িয়া গ্রামের মৃত শরফ উদ্দিনের
ছেলে মাওলানা রইচ উদ্দিন (৫৭), একই গ্রামের মৃত আবু বক্কার সরদারের
ছেলে ওলিয়ার রহমান (৫৯) কেফায়েতনগর গ্রামের মৃত রজব আলী


বিশ^াসের ছেলে আব্দুল মাজেদ বিশ^াস (৫২), আবাদ কচুয়া গ্রামের
মৃত ইব্রাহিম বিশ^াসের ছেলে সামাদ বিশ^াস (৫২), বড় মেঘলা
গ্রামের মৃত ইউসুফ দফাদারের ছেলে ওবায়দুর রহমান (৫০), একই গ্রামের


আতিয়ার সর্দারের ছেলে সেলিম রেজা (৪২),বড় মেঘলা গ্রামের আকরাম
হোসেনের ছেলে রাজু আহম্মেদ (৩০) ও রুপদিয়া (বর্তমানে অভয়নগর
উপজেলা ধুলিরগাতি) গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে আবু জাফর
মোহাম্মদ সিদ্দিকুর রহমান (৫২)।
পলাতক আসামিরা হচ্ছে, সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের মৃত মজিবর
মোল্যার ছেলে আনোয়ার হোসেন লাল্টু, তালবাড়িয়া চিনের
ডাঙ্গাপোড়া গ্রামের আবুল হোসেনের ছেলে কবির হোসেন, যশোর
শহরের রায়পাড়া তুলোতলার মৃত আব্দুল মজিদের ছেলে জয়নাল হোসেন,


রায়পাড়ার মৃত আব্দুর রাজ্জাক ভূঁইয়ার ছেলে শামসুল আলম ভূঁইয়া,
চাঁচড়া পশ্চিমপাড়ার মৃত নইমুদ্দিন মোল্যার ছেলে আবু হানিফ, সদর
উপজেলার মন্ডলগাতী মাদ্রাসার পাশে আব্দুস সামাদ মহলদারের ছেলে আব্দুল
জলিল, ভাতুড়িয়া দাঁড়িপাড়ার মোহাম্মদ আলী মোড়লের ছেলে হায়দার


আলী, ভাতুড়িয়ার ওসমান আলীর ছেলে ইমান আলী, জিরাট গ্রামের মৃত
কাবিল গোলদারের ছেলে জলিল গোলদার, নরেন্দ্রপুর বেলতলার আবুল কালাম
গাজীর ছেলে সামাদ গাজী, ভাতুড়িয়া পশ্চিমপাড়ার মওলুদ হোসেনের
ছেলে শহিদুল ইসলাম মনা, বেড়বাড়ি বর্তমানে পুলেরহাট বাজারের মৃত
কিয়াম উদ্দিন ফকিরের ছেলে আব্দুল মান্নান মাষ্টার, তফসীডাঙ্গা
মাদ্রাসাপাড়ার মৃত কছিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, সাড়াপোল

গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ইকবাল হোসেন, করিচিয়া গ্রামের
সৈয়দ আলী বিশ^াসের ছেলে আনোয়ারুল ইসলাম, একই গ্রামের মৃত
আব্দুস সাত্তারের ছেলে আব্দুস সালাম, একই গ্রামের মৃত ওহেদ আলী
শেখ এর ছেলে আব্দুস সামাদ, আব্দুর রবের ছেলে আনোয়ার হোসেন,
সাড়াপোলের গহর সরদারের ছেলে ফজর সরদার, একই গ্রামের আবু বক্করের
ছেলে নূর ইসলাম, মিরাজ সরদারের ছেলে ইকরামুল হোসেন, ওসমান
সরদারের ছেলে মিন্টু, বড় মেঘলা গ্রামের মাসুম বিল্লাহ, একই
গ্রামের নওশের সরদারের ছেলে রবিউল সরদার, ইউসুফ সরদারের ছেলে মহিউল
ইসলাম, ছোট মেঘলা গ্রামের ফরিদ আহমেদ, ভাতুড়িয়ার ই¯্রাইল
গাজীর ছেলে ফারুক হোসেন, ভাতুড়িয়া নারায়নপুর গ্রামের আইয়ূব
আলীর ছেলে রুসাদ আলী, বানিয়াবহু গ্রামের মাহাবুবুর হুজুরের ছেলে
হাবিবুর রহমান ও একই গ্রামের রবিউল ইসলামের ছেলে আলী
হোসেনসহ অজ্ঞাতনামা আরো অনেকে। মামলায় উল্লেখ করা হয়েছে,
গোপন সূত্রে জানতে পারেন সরকারের চলমান উন্নয়ন কাজে বাধাগ্রস্থ
করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি অফিসে হামলা, গাড়ি ভাংচুর,
ক্ষতিসাধনসহ জনমনে আতংক সৃষ্টির উদ্দেশ্যে উল্লেখিত স্থানে কতিপয়
বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীরা গুরুত্বপূর্ন স্থাপনায়
নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে অর্ন্তর্ঘাতমূলক হামলা করার
জন্য লাঠি-সোটা, ইটপাটকেল ও ককটেল/ বোমা নিয়ে অবস্থান করছে।
এস আই সাইদুর ফোর্সসহ উল্লেখিত স্থানে সকালে পৌছুলে
পুলিশের উপস্থিতি টের পেয়ে বিক্ষুদ্ধ বিএনপির নাশকতাকারী লোকজন
পুলিশ দেখে ইট-পাটকেল নিক্ষেপ করতে করতে দিক বিদিক ছুটোছুটি
করে পালানোর চেষ্টা করে। এক পর্যায় ৯ জনকে গ্রেফতার করে। অন্যরা
দৌড়ে পালিয়ে যায়। এ সময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে
বোমা, লাঠি, ইট উদ্ধার করে। আটককৃতদের থানা পুলিশের কাছে
হস্তান্তর করা হয়।


ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba