আজঃ বুধবার ২৫-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বায়ুদূষণে আজ ১৫তম অবস্থানে ঢাকা

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ৩০ Sep ২০২৩
  • / পঠিত : ১০১ বার

বায়ুদূষণে আজ ১৫তম অবস্থানে ঢাকা

ডেস্ক: বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের তালিকায় আজ শুক্রবার সকাল ৯টা ৪০মিনিটে ঢাকার অবস্থান ১৫তম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ঢাকার স্কোর ১২২। বাতাসের এই মান বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর।

এদিকে একিউআই স্কোরে শীর্ষে আছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ১৭৩। ১৬৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। তৃতীয় স্থানে মালয়েশিয়ার কুয়ালালামপুর ১৫৩। চতুর্থ স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা শহর, স্কোর ১৫৩। পঞ্চমে কুয়েতের কুয়েত সিটি, স্কোর ১৪৪।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেয়া হয়।

আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba