আজঃ রবিবার ১০-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ফের যুদ্ধের ময়দানে ওয়াগনার গ্রুপ, দায়িত্বে প্রিগোজিনের সহযোগী

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ৩০ Sep ২০২৩
  • / পঠিত : ১০৬ বার

ফের যুদ্ধের ময়দানে ওয়াগনার গ্রুপ, দায়িত্বে প্রিগোজিনের সহযোগী

: ইউক্রেনে যুদ্ধের ময়দানে আবারও ফিরেছেন ওয়াগনার গ্রুপের সেনারা। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক গোয়েন্দা তথ্যে জানিয়েছে, ওয়াগনার সংশ্লিষ্ট কয়েকশ সেনাকে পুনরায় ইউক্রেনে মোতায়েন করা হয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, এসব সেনা ওয়াগনারের অধীনে না এসে ছোট ছোট দলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ইউনিটে যোগ দিচ্ছে। আর তাদের বিধ্বস্ত বাখমুত শহরে মোতায়েন করা হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ সেখানে যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে তাদের।

এদিকে ওয়াগনারের সাবেক সেনারা যখন যুদ্ধের ময়দানে ফিরে আসছে ঠিক তখনই বাহিনীটির প্রয়াত সাবেক প্রধান ইয়েভগিনি প্রিগোজিনের সহযোগী আন্দ্রি তোসোভকে ইউক্রেন যুদ্ধে ‘স্বেচ্ছাসেবী সেনাদের’ দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

পুতিন তার বক্তব্যে আন্দ্রি তোসোভকে বলেন, ‘সর্বশেষ বৈঠকে আমরা আপনার সঙ্গে স্বেচ্ছাসেবী ইউনিট গঠনের ব্যাপারে কথা বলেছিলাম। যে ইউনিট বিশেষ সামরিক অভিযানে দ্রুত এব তীক্ষ্ণতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবে।’

বৈঠকটিতে উপস্থিত ছিলেন উপপ্রতিরক্ষামন্ত্রী ইউনুস-বেক ইয়েভকুরেভ। এতে বোঝা গেছে ওয়াগনারের সাবেক সেনাদের রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba