আজঃ শুক্রবার ২২-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

৩১ মে থেকে ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল, শুক্রবার বন্ধ

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ১৯ মে ২০২৩
  • / পঠিত : ১১৮ বার

৩১ মে থেকে ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল, শুক্রবার বন্ধ

ডেস্ক : দেশের প্রথম মেট্রোরেল চলাচলের সময় আরো ৬ ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৩১ মে থেকে উত্তরা-আগারগাঁও রুটে সকাল ৮টা-রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা যাত্রী পরিবহন করবে মেট্রোরেল।

বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক।

ডিএমটিসিএল এমডি বলেন, আমরা আগেই বলেছি ক্রমান্বয়ে সময় বাড়াবো। সে অনুযায়ী জনগণের চাহিদা বিবেচনায় আমরা নতুন সময়সূচিতে চলবো। আগামীতে পরিস্থিতি বিবেচনায় সময়সূচি আরো বাড়ানো হবে।

তিনি আরো বলেন, নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ বিবেচনা করে প্রতি ১০ মিনিট পর পর মেট্রোরেল ছাড়বে। ১১টার পর থেকে ১৫ মিনিটের ব্যবধানে চলবে বিকেল ৩টা পর্যন্ত। পরবর্তী ৩ ঘণ্টা আবারো ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রোরেল। সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে ‘নন পিক আওয়ার’ ধরে ১৫ মিনিট পর পর চলবে রাত ৮টা পর্যন্ত।

এছাড়া বর্তমানে মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সময়সূচিতে শুক্রবার বন্ধ থাকবে বলেও জানিয়েছেন এম এ এন সিদ্দিক।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba