আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা ফিরবেন কাল

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০২ Oct ২০২৩
  • / পঠিত : ১৪১ বার

সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা ফিরবেন কাল

: বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে জারি করা সতর্ক সংকেত প্রত্যাহার করেছে আবহাওয়া অধিদফতর। ফলে সোমবার (২ অক্টোবর) থেকে আবারও টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহি জাহাজ চলাচল শুরু হবে।

রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সী-ক্রোজ অপারেটর অনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর।

তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে গেলো দু’দিন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহি জাহাজ এফবি বার আউলিয়া চলাচল করেনি। যার কারণে দুই শতাধিক পর্যটক সেন্টমার্টিনে আটকা পড়েছিল। তাদের প্রশাসন থেকে শুরু করে সেন্টমার্টিনের বাসিন্দারা সব ধরণের সহযোগিতা করেছে। এখন যেহেতু সোমবার (২ অক্টোবর) থেকে আবার জাহাজ চলাচল শুরু হবে, সেহেতু সেন্টমার্টিনে আটকা পড়া দুই শতাধিক পর্যটক সোমবার (২ অক্টোবর) বিকেলের মধ্যে টেকনাফে ফিরে আসবে। আর সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় পর্যটকবাহি জাহাজ বার আউলিয়া টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হবে এবং বিকেল ৩টায় সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে ফিরে আসবে।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সেলিম হোসেন বলেন, গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ও শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে এসে আটকা পড়েছেন দুই শতাধিক পর্যটক। রোববার (১ অক্টোবর) দুপুর পর্যন্ত আবহাওয়া অধিদফতর সতর্ক সংকেত বলবৎ রাখায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ নৌযান চলাচল বন্ধ ছিল। ফলে এদিনও আটকেপড়া পর্যটকেরা ফিরতে পারেননি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয়, সে ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। সতর্ক সংকেত প্রত্যাহার হওয়ায় সোমবার (২ অক্টোবর) টেকনাফ থেকে জাহাজ সেন্টমার্টিন যাবে। পর্যটকরা ফিরতে পারবেন।

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba