আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ইইউর কাছ থেকে আর কিছুই আশা করে না তুরস্ক: এরদোয়ান

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০২ Oct ২০২৩
  • / পঠিত : ১০৮ বার

ইইউর কাছ থেকে আর কিছুই আশা করে না তুরস্ক: এরদোয়ান

: ইউরোপের দেশগুলোর শক্তিশালী অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দিতে চার দশক ধরে চেষ্টা করছে। তুরস্ক তবে ৪০ বছরেও তাদের জোটে অন্তর্ভুক্ত করা হয়নি।


আর এতদিনেও বিষয়টির কোনো সুরাহা না করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তারা আর ইইউতে যোগ দিতে চান না। রোববার (১ অক্টোবর) পার্লামেন্ট শুরুর উদ্বোধনী বক্তব্যে এরদোয়ান এমন মন্তব্য করেন। তিনি তার বক্তব্যে আরও বলেন, ‘তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে এখন আর কোনো কিছুই আশা করে না। যেটি আমাদের তাদের দরজায় ৪০ বছর অপেক্ষায় রেখেছে।’

এরদোয়ান অভিযোগ করে বলেছেন, ‘ইইউর কাছে আমরা যেসব প্রতিজ্ঞা করেছি তার সব রেখেছি কিন্তু তারা তাদের কোনো কথাই রাখেনি।’ তিনি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার ক্ষেত্রে নতুন কোনো শর্তই আর মেনে নেবেন না তিনি।

এদিকে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার ক্ষেত্রে তুরস্ককে বিভিন্ন সময় অসংখ্য শর্ত দেওয়া হয়েছিল। তবে আঙ্কারার অভিযোগ, যেসব শর্ত পূরণ করলেও তাদের জোটে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।

এতদিন জোটটিতে যোগ দিতে নরম সুরে কথা বললেও সাম্প্রতিক সময়ে সেই অবস্থান থেকে সরে এসেছে তুরস্ক।সূত্র: এএফপি

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba