আজঃ সোমবার ২৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বাংলাদেশ থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে ইতিহাদ এয়ারওয়েজ

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ০৩ Oct ২০২৩
  • / পঠিত : ১০৭ বার

বাংলাদেশ থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে ইতিহাদ এয়ারওয়েজ

: ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ। আগামী ২৯ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। 

ফ্লাইট স্থগিতের বিষয়টি জানিয়ে বাংলাদেশের ট্রাভেল এজেন্টগুলোকে চিঠি দিয়েছে এয়ারওয়েজটি। তবে চিঠিতে ফ্লাইট স্থগিত করার বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

চিঠিতে জানানো হয়, যারা ইতোমধ্যে ইতিহাদের টিকিট কেটে ফেলেছেন তাদের টিকিটের টাকার পুরো অংশ ফেরত দেওয়া হবে। কোনো ধরনের জরিমানা বা প্রশাসনিক ফি কাটা হবে না। কেউ যদি রিটার্ন টিকিট কেটে ওয়ানওয়ে ব্যবহার করে থাকেন তাহলে তার ফিরতি ফ্লাইটের টাকা ফেরত দেওয়া হবে।

ইতিহাদ এয়ারওয়েজ ২০০৬ সাল থেকে আবুধাবি-ঢাকা এবং ঢাকা- আবুধাবি হয়ে বাংলাদেশিদের বিশ্বের ৭০টি গন্তব্যে পৌঁছে দিচ্ছিল। বর্তমানে তারা ঢাকা থেকে আবুধাবি রুটে সপ্তাহে ৫টি ফ্লাইট পরিচালনা করছে। তাদের সর্বশেষ ফ্লাইটটি ঢাকা ছাড়বে ২৮ অক্টোবর।

বর্তমানে ঢাকা থেকে আবুধাবি রুটে দুটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। এগুলো হলো-‘এয়ার এরাবিয়া আবুধাবি’ এবং ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’। বর্তমানে বাংলাদেশে ২৮টি বিদেশি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba