আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বরযাত্রীর বাসের সঙ্গে বাইকের সংঘর্ষে এসআইসহ নিহত ২

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ০৪ Oct ২০২৩
  • / পঠিত : ১৬৩ বার

বরযাত্রীর বাসের সঙ্গে বাইকের সংঘর্ষে এসআইসহ নিহত ২

দিনাজপুরে বরযাত্রীর বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম (৪০) নামে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কলেজ বাজার পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.জহুরুল ইসলাম (৪০) দিনাজপুর ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর এলাকার আফফার উদ্দিনের ছেলে এবং সুজন হোসেন (৪০) একই উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের হবিবুর রহমানের ছেলে। এদের মধ্যে জহুরুল ইসলাম নীলফামারীর জলঢাকা থানার এসআই (ডিএসবি) হিসেবে এবং সুজন ফুলবাড়ি উপজেলায় ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ‘মঙ্গলবার রাতে নীলফামারী থেকে একটি বরযাত্রীবাহী বাস রাজশাহীতে যাচ্ছিল। একই সময় রাজশাহী থেকে আদালতে মামলার সাক্ষী দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন পুলিশ সদস্যসহ দুজন। পরে বরযাত্রীবাহী বাসটি কলেজ বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনই নিহত হন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামসুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। মাথায় ও শরীরের বিভিন্নস্থান থেকে অনেক রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে।

ওসি সুব্রত কুমার সরকার বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কলেজ বাজার এলাকায় বরযাত্রীর একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন পুলিশের এসআই (ডিএসবি) এবং অন্যজন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba