আজঃ শুক্রবার ২২-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বরিশালে মেয়র পদে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ১৯ মে ২০২৩
  • / পঠিত : ২১৬ বার

বরিশালে মেয়র পদে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ডেস্ক: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। নানা অসঙ্গতির কারণে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে কমিশন। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বৈধ এবং বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

বৈধ প্রার্থীরা হলো আওয়ামী লীগের আবুল খায়ের খোকন সেরনিয়াবাত, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র কামরুল আহসান রূপন ও আলী হোসেন হাওলাদার। 

মনোনয়ন বাতিল হওয়া সকলে স্বতন্ত্র প্রার্থী। তারা হলো লুৎফুল কবির, সৈয়দ এছাহাক মুহাম্মদ আবুল খায়ের, নেসারউদ্দিন ও মো. আসাদুজ্জামান।

মনোনয়ন বৈধ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন প্রার্থীরা।

বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে ১০ জন এবং ৩০টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ১৮৮ জন মনোনয়ন জমা দিয়েছেন। মেয়র পদে মনোনয়ন বাছাইয়ের পর কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই শুরু করে কমিশন। আজ শুক্রবার মনোনয়ন বাছাইয়ের শেষ দিন। ২৬ মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba