আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

একজন পুরুষ পুরুষই আর নারী নারীই : ব্রিটিশ প্রধানমন্ত্রী

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ০৬ Oct ২০২৩
  • / পঠিত : ১৯০ বার

একজন পুরুষ পুরুষই আর নারী নারীই : ব্রিটিশ প্রধানমন্ত্রী

ডেস্ক: ‘একজন পুরুষ পুরষই হন, আর একজন নারী নারীই’। রূপান্তরকামী প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সম্প্রতি নিজের দল কনজারভেটিভ পার্টির কনফারেন্সে তিনি এমন মন্তব্য করেন।

এ প্রসঙ্গে তিনি মানুষের কমন সেন্সের কথা বলেন। তার কথায় ‘একজন পুরুষ সবসময় পুরুষ হন। আর একজন নারী সবসময় নারী হন। এই ব্যাপারে কমন সেন্স থাকা উচিত’।

তারা চাইলেই যেকোনো লিঙ্গের হতে পারেন, এমনটা ভাবতে বারণ করেন সুনাক। তিনি বলেন, ‘চাইলেই কেউ যেকোনো লিঙ্গের হতে পারে— এমনটা বলে কারও ‘পেছনে লাগা’ উচিত না। 

সুনাকের এই মন্তব্যে অনেকেই রূপান্তরকামীদের প্রতি বিদ্বেষী মনোভাব দেখছেন।

ইতোমধ্যেই তার ওই কথাগুলো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তবে সবাই যে তার বিরুদ্ধে তা নয়। কারও কারও মতে, একেবারেই ঠিক কথা বলেছেন সুনাক। 

দলের কনফারেন্সে ধূমপান বন্ধ করার ব্যাপারেও বার্তা দেন তিনি। এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানান সুনাক। তার কথায়, অতি অল্প ধূমপানও স্বাস্থ্যের জন্য ভালো নয়। সূত্র : ইয়াহু নিউজ, হিন্দুস্তান টাইমস

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba